সোমবার, ১৯ আগস্ট, ২০১৩

একজন বাঙালী আমেরিকানও হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

কিশোরগঞ্জ পাতাঃ-  যুক্তরাষ্ট্রের রাজনীতিতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি করে সম্পৃক্ত হতে বাঙালী কমিউনিটির প্রতি আহ্বান জানিয়েছেন ড্যানিয়েল ড্রম। নিউইয়র্কে বাঙালী অধ্যুসিত কুইন্স ডিস্ট্রিক্টের কাউন্সিল মেম্বার ও নিউইয়র্ক সিটি ইমিগ্রেশন কমিটির চেয়ারপার্সন ড্রমের সঙ্গে তার জ্যকসন হাইটস্থ অফিসে কথা হয় প্রতিবেদকের সাথে । ড্রম বলেন, আমি মনে করি একদিন একজন বাঙালী আমেরিকানও হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

বাঙালী কমিউনিটির বিভিন্ন সম্ভাবনার দিকগুলো নিয়ে বথা বলেন এই জনপ্রিয় কাউন্সিল মেম্বার।

বাঙালী কমিউনিটির সবচেয়ে উজ্জ্বল দিক চিহ্নিত করতে গিয়ে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এদেশে বড় হয়ে ওঠা বাঙালী শিশু-কিশোর তথা নতুন প্রজন্মের শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়া। নিজের দীর্ঘ স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা থেকে ড্রম বলেন, আমরা দেখেছি বাঙালী শিশুরা স্কুলগুলোতে অনেক ভালো করছে। আর খতিয়ে দেখেছি এর প্রধান কারণই হচ্ছে পারিবারিক পর্যায় থেকে তাদের শিক্ষা-দিক্ষার বিয়য়ে কড়া নজর। তিনি বলেন, সন্তানদের কাছে বাবা-মায়ের বড় প্রত্যাশা থাকে এবং শিশুরাও তা পূরণ কছে। আর বাঙালী কমিউনিটির জন্য সেটাই একটা চমৎকার বিষয়।

বাঙালী কমিউনিটির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানকার ব্যবসা-বাণিজ্যে তাদের সক্রিয় অংশগ্রহণ, বলেন ড্যানিয়েল ড্রম। তিনি বলেন, অনেক বাঙালী এখানে তাদের ব্যবসা প্রতিষ্ঠা করেছেন। জ্যাকসনহাইটস, অ্যাস্টোরিয়াসহ বিভিন্ন স্থানে তাদের হাতেই সক্রিয় হচ্ছে অর্থনীতির চাকা । তবে কাজের ক্ষেত্রে আরও ভালো ভালো কাজ পেতে বাঙালী সচেষ্ট হতে হবে। ড্রম বলেন, অনেক বাংলাদেশি এই দেশে অনেক বড় প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে আসেন। একটি ভালো কাজ পাওয়ার স্বপ্নটিই তাদের কাছে বড় হয়ে থাকে। কিন্তু কখনো কখনো তাদের অপেক্ষাকৃত কম মানের কাজ করতে হয়, অথচ দেশে তারা এর চেয়ে অনেক বেশি উন্নত ও অনেক বেশি সম্মানজনক কাজ করে এসেছেন। এদের প্রতি যুক্তরাষ্ট্রে পৌঁছার পর কিছু কোর্স করে নেওয়ার পরামর্শ দেন ড্যানিয়েল ড্রম। ভাষার বাধাকে একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, ইংরেজি ভাষা শিক্ষা, অ্যাকাউন্টিং, আইটিসহ বিভিন্ন প্রশিক্ষণ নিলেই তারা ভালো কাজ পেতে পারেন। এ প্রসঙ্গে তিনি ইউথ কংগ্রেস অব বাঙালী আমেরিকানস আয়োজিত কুইকবুক প্রশিক্ষণ কোর্সের কথা উল্লেখ করে বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এ ধরনের উদ্যোগে সহায়তা দিতেও তিনি প্রস্তুত। ড্রম বলেন, এই কোর্সে অংশগ্রহণ করছে অনেক বাঙালী । এর মানেই হচ্ছে, তারা ভালো কাজ পেতে অপেক্ষাকৃত বেশি বেতনের কাজ পেতে আগ্রহী। বাঙালী কমিউনিটিকে অত্যন্ত পরিশ্রমী একটি কমিউনিটি হিসেবে উল্লেখ করেন তিনি।
তবে নিজেরা বড় ও ভালো থাকলেই চলবে যুক্তরাষ্ট্রের মূল ধারায় বাংলাদেশিদের এগিয়ে আসতে হবে এই মত দিয়ে ড্যানিয়েল ড্রম বলেন, এ জন্য সবচেয়ে আগে দরকার বাংলাদেশিদের এই দেশে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া।

জনসংখ্যা জরিপে অনেক বাঙালী তালিকাভুক্ত হতে চায় না এমন একটি প্রবণতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাঙালী কেবল নয়, অন্যান্য ইমিগ্র্যান্ট কমিউনিটির মধ্যে এমন একটি প্রবনতা আমরা দেখছি। তবে এই প্রবণতা থেকে বের হয়ে যেতে হবে। তিনি বলেন, বাঙালী অভিবাসী এখানে কতটা রয়েছে তা আমরা জ্যাকসন হাইটস, অ্যাস্টোরিয়াসহ বিভিন্ন স্থানে ঘুরলেই আন্দাজ করতে পারি। সে তুলনায় জনসংখ্যা গণনায় তাদের অন্তর্ভূক্তি অনেক কম। আমরা শুনেছি সেনসাস কর্মীরা ঘরে দরজায় হাজির হলেও অনেকে দরজা খুলে নিজেদের তালিকাভুক্ত করান না। যেটি মোটেই গ্রহণযোগ্য নয়। তালিকাভুক্ত না হলে আপনি ভোট দিতে পারবেন না, আর ভোট দিতে না পারলে আপনার প্রত্যাশার কোনো মূল্যই থাকবে না, বলেন ড্যানিয়েল ড্রম।

তিনি বলেন, কমিউনিটির জন্য কোনো তহবিল বরাদ্দ করতে হলে তা এই পরিসংখ্যানের ভিত্তিতেই হয়। কুইন্সে ৪০ শতাংশ ল্যাটিনো, ২০ শতাংশ শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠী এবং বাকি ৪০ শতাংশ এশীয়দের বাস বলে জানান তিনি। ড্রম বলেন, অদূর ভবিষ্যতে এখানে থেকে কোনো একজন এশিয়ান আমেরিকানই নির্বাচিত হবেন এবং প্রতিনিধিত্ব করবেন এটাই প্রত্যাশিত।

কেবল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েই নয় এখানকার বিভিন্ন উদ্যোগের সঙ্গে থেকেও নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারেন বাঙালীরা বলেন ড্যানিয়েল ড্রম। তিনি এ প্রসঙ্গে মনজুর চৌধুরী নামে এক বাঙালী যুবকের কথাও উল্লেখ করে বলেন, উদ্যমী ও উদ্যোগী এই যুবক ডেমোক্রেটিক ক্লাবের পরিচালনা পর্ষদের একজন সদস্য। এখন তিনি নির্বাচিত হয়েছেন কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক অরগাইজেশনের জুডিশিয়াল কাউন্সিলের সদস্য হিসেবে। নিউইয়র্ক সিটি সুপ্রিম কোর্টের বিচারক নির্বাচনে তার সিদ্ধান্তও গুরুত্ব পাবে। ড্যানিয়েল ড্রম বলেন, এভাবেই বাঙালী কমিউনিটির যুবকরা এগিয়ে এলে তারা ধীরে ধীরে অবস্থান তৈরি করে নিতে পারবে।  

বাঙালী কমিউনিটিকে শিক্ষা, ব্যবসা ও রাজনীতি তিনটি ক্ষেত্রেই আরও জোর দেওয়ার আহবান জানান এই কাউন্সিল মেম্বার।

ড্যানিয়েল ড্রম বলেন, আমি জানি দেশের রাজনীতি থেকে দূরে সরে থাকা যায় না। আমরাও পারিনা। আমি চতুর্থ প্রজন্মের আইরিশ-আমেরিকান। তারপরেও উত্তর আয়ারল্যান্ডে যে সংঘাত চলছে তা নিয়ে উদ্বিগ্ন। তবে এখন আমাকে এখানকার রাজনীতি নিয়েই বেশি ভাবতে হয়। বাঙালী রাজনীতিতে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে বাঙালীদের ও খোঁজ রাখতে হবে। এখানে কংগ্রেসে দক্ষিণ এশিয়া বিষয়ক ককাসে জো ক্রাউলি রয়েছেন তাকে বিষয়গুলো জানাতে হবে। তবে দেশের রাজনীতির চর্চা নিয়ে যুক্তরাষ্ট্রে খুব একটা না করে এখানকার রাজনীতিতে নিজেদের বেশি সম্পৃক্ত করতে হবে। বাঙালী যত দ্রুত সেটা করতে পারবে ততই তাদের এখানে অগ্রসর নিশ্চিত হবে। এতে নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। এবং প্রকারান্তরে আমরা একজন বাঙালী আমেরিকানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে পাবো।

শুক্রবার, ৯ আগস্ট, ২০১৩

ঈদের দিনের অনুষ্ঠানমালা..........

বিনোদন পাতাঃ
এটিএন বাংলা
নাটক : ৫ পর্বের নাটক ‘ভুল ঠিকানায় যাত্রা’। প্রচার সন্ধ্যা ৬টা ১৫মিনিটে। রচনা ও পরিচালনায়  মোহন খান। অভিনয়ে সজল, শাহেদ, রুমানা, শখ, মেহজাবীন, সাবাবা মোহন, আশরাফ কবীর, অঞ্জনা প্রমূখ। ‘আলাল দুলাল ৩য় পত্র’। প্রচার হবে রাত ৭টা ৪৫মিনিটে। রচনা ও পরিচালনা মীর সাব্বির। অভিনয়ে জাহিদ হাসান, মীর সাব্বির, নওশীন, আহসানুল হক মিনু প্রমূখ। রাত ৮টা ৫০মিনিটে প্রচার হবে হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক। ‘নীল আকাশে কালো মেঘ’। প্রচার হবে রাত ১১টা ৫০মিনিটে। রচনা ও পরিচালনা বনী চৌধুরী।

টেলিফিল্ম : ‘জুয়ারী’ প্রচার হবে বিকেল ৩টা ৫মিনিটে। রচনা গিয়াসউদ্দিন সেলিম, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে মাহফুজ আহমেদ, তারিন, অপূর্ব, হাসান ইমাম প্রমূখ।

সঙ্গীতানুষ্ঠান : ‘হৃদয়ের গল্প’ প্রচার হবে ৫টা ২০মিনিটে। অংশগ্রহণে এস আই টুটুল, ডলি সায়ন্তনী, বালাম, ফাহমিদা নবী, শাকিলা জাফর। শিল্পী ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মন আঁধার’। প্রচার হবে রাত ১০টা ৪০মিনিটে।

চলচ্চিত্র : ‘কাবিননামা’ প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, অরুনা বিশ্বাস, কাজী হায়াৎ, কাবিলা প্রমূখ। পরিচালনা শাহাদাৎ হোসেন লিটন।

চ্যানেল আই
নাটক : ‘আংগুল’। প্রচার রাত ৭ টা ৫০ মিনিট। হুমায়ূন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। অভিনয়ে লাক্স সুপারস্টার সামিহা, ফারুক আহমেদ প্রমূখ। ‘ফর দ্যা পিপল’। প্রচার সময় রাত ৭ টা ৫০ মিনিট। ফারুক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয়ে তারিক আনাম খান, মোশাররফ করিম, বন্যা মির্জা প্রমূখ।

টেলিফিল্ম : ‘শুকনো পাতার ভালবাসা’। প্রচার বেলা ১১ টা ৩০  মিনিট। ফারুক হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয়ে নোবেল, বিন্দু, তাহসিন, ডাঃ এজাজ, সাজ্জাদ প্রমূখ।

চলচ্চিত্র : ‘কাজলের দিনরাত্রি’। প্রচার বেলা ২ টা ৩০ মিনিট। মুহম্মদ জাফর ইকবালের কাহিনী অবলম্বনে এবং সজল খালেদ নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন তারিন।

একুশে টেলিভিশন
নাটক : `আমার বউ সব বুজে` । প্রচার সন্ধ্যা ৭টা ২০ মিনিট। এ টি এম. শামসুজ্জামানের গল্প এবং হাসান জাহাঙ্গীরের পরিচালনায় এ নাটকটিতে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, সুজাতা, ড. এনামুল হক, স্বাধীন খসরু প্রমূখ।
 `স্ত্রী`। প্রচার ঈদরে দিন রাত ১০টা। গিয়াস উদ্দিন সেলিমের রচনা এবং পরিচালনায় এ নাটকটিতে অভিনয় করেছেন ইরশে যাকের, তারিন, রুহি প্রমূখ।
`একই সুরের সুতোয় বাঁধা`। প্রচার রাত ১১টা ২০ মিনিট। মান্নান হীরা’র রচনায় এবং আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় এ নাটকে অভিনয় করেছেন ডলি জহুর, গোলম ফরিদা ছন্দা, শাহদে।

টেলিফিল্ম : `পরমার গল্পে আমি নেই`। প্রচার বিকাল ৪টা ৫ মিনিট। মোহাম্মদ আশিকুর রহমানরে রচনা এবং পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, প্রভা, কায়েস চৌধুরী।

চলচ্চিত্র : `সবাই তো সুখী হতে চায়`। প্রচার সময় দুপুর ১২ টা ৩০ মিনিট। অভিনয় করেছেন ইমন, পূর্ণিমা, বাপ্পারাজ, রাজ্জাক, ববিতা।

এনটিভি
নাটক : ধারাবাহিক নাটক: ‘মানিব্যাগ’। প্রচার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট। রেদওয়ান রনি’র রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- মোশাররফ করিম, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু, মিশু সাব্বির, সুমন পাটওয়ারী, উর্মিলা প্রমূখ।

বিরতিহীন নাটক: ‘এক্লিপস’। প্রচার রাত ৮ টা ১০ মিনিট। মাবরুর রশিদ বান্নাহ্’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- তাহসান খান, জাকিয়া বারী মম, অপর্ণা ঘোষ, মাসুদ আলী খান প্রমূখ।

তিন পর্বের ধারাবাহিক নাটক ‘গোলমাল’। প্রচার রাত ৯ টা ৫০ মিনিট। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- চিত্রনায়িকা মৌসুমী, চঞ্চল চৌধুরী, হাসান মাসুদ, ডা: এজাজুল ইসলাম, সাজু খাদেম, শামীমা নাজনীন প্রমূখ।

নাটক: ‘মোবাইল কোর্ট’। প্রচার রাত ১১ টা ১৫ মিনিট। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- মোশাররফ করিম, তিশা, শামীমা নাজনীন, তারিক স্বপন, আইরিন তানি, রোবেনা করিম জুই, মিলন ভট্টাচার্য্য প্রমূখ।

টেলিফিল্ম : ‘আনন্দ’। প্রচার  দুপুর ২টা ৩৫ মিনিট। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- সুমাইয়া শিমু, সজল, হাসান ইমাম, দিলারা জামান, আল মনসুর, প্রিসিলা পারভীন, মনিরুজ্জামান, কেয়া, রাসেল প্রমূখ।

চলচ্চিত্র : ‘মন যেখানে হৃদয় সেখানে’। প্রচার সকাল ১০টা ০৫ মিনিট। শাহীন সুমনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, রত্না, নিরব, আলীরাজ ও ববিতা।

বাংলাভিশন
নাটক : ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স এখন বিরাট মডেল’। প্রচার হবে সন্ধ্যা ৬টা ২৫মিনিটে। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে মোশারফ করিম, মোনালিসা, ফারুক আহমেদ, তানিয়া আহমেদ, আরফান, আহসান কবির, হারুণ, রিপন প্রমূখ। ‘হে নিস্তব্ধ পূর্ণিমা যামিনি’। প্রচার হবে রাত ৮টা ১০মিনিটে। রচনায় বিপাশা হায়াত, পরিচালনায় তৌকির আহমেদ। অভিনয়ে তৌকির আহমেদ, তারিন প্রমূখ।

৬ পর্বের ধারাবাহিক নাটক ‘জামাই আদর’। প্রচার হবে রাত ১১টা ১০মিনিটে। রচনা কাজী শাহীদুল ইসলাম, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে  মীর সাব্বির, আখম হাসান, ভাবনা, রুনা খান, প্রাণ রায়, হারুণ, তুলি, আফতাব, খদিজা, পঙ্কজ প্রমূখ।

‘ফড়িং’। প্রচার হবে রাত ১১টা ৫৫মিনিটে। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, মীম, আল মনসুর প্রমূখ।

টেলিফিল্ম : ‘বিশ্বাস করুন সবই মিথ্যা’। প্রচার হবে বিকেল ২টা ১০মিনিটে। রচনা ও পরিচালনায় মোহন খান। অভিনয়ে সজল, বিন্দু, তানভীর হোসেন প্রবাল, নাদের চৌধুরী, লুনা নীহারিকা, চন্দন চৌধুরী প্রমূখ।

চলচ্চিত্র : ‘চাচ্চু’। প্রচার হবে সকাল ১০টা ১০মিনিটে। অভিনয়ে শাকিব খান, ডিপজল, অপু বিশ্বাস, দিঘী প্রমূখ।

বৈশাখী
নাটক : ‘নিয়ত নিয়তি নিতান্তই’। প্রচার হবে বিকেল ৩টায়। রচনা ও পরিচালনায় শাহেদ শরীফ খান। অভিনয়ে তৌকির আহমেদ, হোমায়রা হিমু, প্রসূন আজাদ।

‘এই সম্পর্কের নাম জানি না’। প্রচার হবে রাত ৭টা ৩৫মিনিটে। রচনায় সাগর জাহান, পরিচালনায় রতন রিপন। অভিনয়ে আনিসুর রহমান মিলন, তানিয়া হোসেন প্রমূখ।

‘বরিশাইল্যা পোলা কোটি টাকা তোলা’- পর্ব ১। প্রচার হবে রাত ১০টা ২৫মিনিটে। রচনায় শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনায় মীর সাব্বির। অভিনয়ে- জাহিদ হাসান,  মীর সাব্বির, বিন্দু প্রমূখ। ‘একজন ভদ্রমহিলা অথবা মায়ের গল্প’। প্রচার হবে রাত ১১টায়। রচনায় তৌহিদুর রহমান এবং পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে অপূর্ব, রিচি সোলায়মান, হাসান ইমাম, শর্মিলী আহমেদ প্রমূখ।

চলচ্চিত্র : ‘ও প্রিয়া তুমি কোথায়’। প্রচার হবে সকাল ১০টা ২৫মিনিটে। অভিনয়ে শাকিব খান, রিয়াজ, শাবনুর প্রমুখ।

দেশ টিভি
নাটক : ‘ভূতগুলো ডাকাত হলো’। প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা লিটু সাখাওয়াত। পরিচালনায় শহীদুজ্জামান সেলিম। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ঈশিতা, শর্মিলী আহমেদ প্রমূখ। ঈদ ধারাবাহিক ‘বাঘবন্দী-দ্য মাইন্ড গেম’। প্রচার হবে রাত ৯টায়। রচনা ইকবাল হোসাইন চৌধুরী। পরিচালনায় রেদওয়ান রনি। অভিনয়ে আসাদুজ্জামান নূর, শহিদুজ্জামান সেলিম, মেহজাবিন প্রমূখ।  

চলচ্চিত্র : ‘টাকার চেয়ে প্রেম বড়’। প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে। পরিচালনায় শাহাদাৎ হোসেন লিটন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, কাবিলা, নাসরিন প্রমূখ।

সঙ্গীতানুষ্ঠান : ‘সোনালী দিন রূপালী গান’। প্রচার হবে বিকেল ৩টায়। অংশগ্রহণে অনুপ বড়ুয়া এবং শিমু দে। ‘কল এর গান’। প্রচার হবে রাত ৯টা ৪৫মিনিটে। শিল্পী অনুপম রায়।  

মাছরাঙা
নাটক : ধারাবাহিক ‘মানিকজোড়’। প্রচার হবে সন্ধ্যা ৬টা ১০মিনিটে। রচনা ও পরিচালনায় এম আর মিজান। অভিনয়ে মোশাররফ করিম, মিলন ভট্ট, শামীমা নাজনীন, হাসান ইমাম, আরফান প্রমূখ। একক নাটক গ্রামীণ ফোন নিবেদিত বিশেষ নাটক। প্রচার হবে রাত ৭টা ৪০মিনিটে।

টেলিফিল্ম : ‘অপেক্ষায় থাকুন’। প্রচার হবে বিকেল ২ টা ৩০মিনিটে। পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে তিশা, নিশো, কায়েস চৌধুরী প্রমূখ।

চলচ্চিত্র : ‘স্বামীর সংসার’। প্রচার হবে সকাল ৯ টা ৪০মিনিটে। পরিচালনায় জাকির হোসেন রাজু। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।

সঙ্গীতানুষ্ঠান: ‘চিরসবুজ গান’। প্রচার হবে দুপুর ১টায়। উপস্থাপনায় দিনাত জাহান মুন্নী।
স্টুডিও ফোনোলাইভ কনসার্ট ‘রাঙারাত’। প্রচার হবে রাত ১১টা ৪০মিনিটে। অংশগ্রহণে জেমস ও নগরবাউল।

জিটিভি
নাটক : ‘রাইটার’। প্রচার হবে বিকেল ৩টা ৩০মিনিটে। ‘শখ’। প্রচার হবে রাত ১১টা ৫মিনিটে। পরিচালনায় সালাউদ্দিন লাভলু।

চলচ্চিত্র : ‘তুমি আমার প্রেম’। প্রচার হবে সকাল ১১টা ১০মিনিটে। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।

সঙ্গীতানুষ্ঠান : ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ‘গানে গানে কিছুক্ষণ’। প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে। অংশগ্রহণে ইমরান ও নির্ঝর। সঙ্গীতানুষ্ঠান ‘গান সাগরে ভাসি’। প্রচার হবে ৫টা ৪৫মিনিটে। অংশগ্রহণে পলাশ এ্যান্ড ফ্রেন্ডস।

চ্যানেল  নাইন
নাটক : ধারাবাহিক নাটক ‘ব্লাফ মাষ্টার’ [১ম পর্ব]। প্রচার হবে বিকেল ৫টা ৫৫মিনিটে। পরিচালনায় রাজিবুল ইসলাস রাজিব। ধারাবাহিক নাটক: ‘দ্যা গ্রেট মামা সেন্টার’ [১ম পর্ব]। প্রচার হবে রাত ৭টা ৩৫মিনিটে। রচনা সৈয়দ জিয়া উদ্দিন জিয়া। পরিচালনায় রেজোয়ান আলম হীরা। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, নিশো, ফারাহ রুমা, জোতিকা জ্যোতি প্রমূখ।

নাটক ‘আমিও অভিমান করতে জানি’। প্রচার হবে রাত ৮টা ২০মিনিটে। রচনা ও পরিচালনায় লুৎফুন নাহার মৌসুমী। অভিনয়ে রওনক হাসান, স্বাগতা, সুষমা সরকার প্রমূখ। নাটক ‘নূপুর’। প্রচার হবে রাত ১০টা ৩৫মিনিটে। চিত্রনাট্য দাউদ হোসেন রনি, পরিচালনায় পার্থ সরকার। অভিনয়ে নিপুণ, সজল, একে আজাদ সেতু প্রমূখ।

টেলিফিল্ম : ‘কবিতার নারী অকবিতার নারী’। প্রচার হবে দুপুর ২টা ৩৫মিনিটে। রচনা সৈয়দ জিয়া উদ্দিন। পরিচালনায় গোলাম মুক্তাদির শান। অভিনয়ে তৌকির আহমেদ, নওশাবা, স্বর্ণা, ইমন. মারিয়া, রাজিব সালেহীন।

চলচ্চিত্র : ‘ও সাথীরে’। প্রচার হবে সকাল ১০টা ৩০মিনিটে। পরিচালনায় শাফি ইকবাল। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিজু আহমেদ প্রমূখ।

সঙ্গীতানুষ্ঠান : পালা গানের অনুষ্ঠান ‘ভাসান পালা-১’। প্রচার হবে বিকেল ৪টা ৫০মিনিটে। পরিচালনা রুহুল তাপস। মিউজিকাল লাইভ অনুষ্ঠান। প্রচার হবে রাত ১১টা ৪০মিনিটে। পরিচালনা সাইফ উদ্দিন রিফাত।

আরটিভি
নাটক : যাত্রাভঙ্গ [১ম পর্ব]। প্রচার হবে সন্ধ্যা ৬টা ৩মিনিটে। রচনা ও পরিচালনায় শিমুল সরকার। অভিনয়ে ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সাজু খাদেম,  রুনা খান প্রমূখ।

‘ফরেন জামাই’। প্রচার হবে রাত ৭টা ১০মিনিটে। রচনা শাহ মো: নাইমুল করিম। পরিচালনায় সহিদ-উন-নবী। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নওশীন, মনিরা মিঠু প্রমূখ।

‘ভূতের ছানা’। প্রচার হবে রাত ৯টা ২০মিনিটে। রচনা ও পরিচালনায় অনিমেষ আইচ। অভিনয়ে তারিক আনাম খান, মৌসুমী হামিদ, দিপান্বিতা প্রমূখ।

‘ছেলেটি নিরবে চলে গেল’ [১ম পর্ব ] প্র্রচার হবে রাত ১১টা ৫মিনিটে। রচনা  কাজী শাহিদুল ইসলাম। পরিচালনায় সালাহউদ্দিন লাভলূ। অভিনয়ে মীর সাব্বির, আখম হাসান, ফজলুর রহমান বাবু, প্রভা, লিজা, ছন্দা ,সায়কা আহমেদ, মাসুম আজিজ, গোলাম হাবিব মধু প্রমূখ।

টেলিফিল্ম : `দু’জনে একা`। প্রচার হবে দুপুর ১২টা ১০মিনিটে। রচনা ও পরিচালনায় মোহন খান। অভিনয়ে আনিসুর রহমান মিলন, প্রভা প্রমূখ।

চলচ্চিত্র : ‘মন বসে না পড়ার টেবিলে’। প্রচার হবে বিকেল ২টা ৩০মিনিটে। অভিনয়ে  রিয়াজ, শাবনূর প্রমূখ।

সঙ্গীতানুষ্ঠান
লাইভ স্টুডিও কনসার্ট। প্রচার হবে রাত ১১টা ৪৫মিনিটে। অংশগ্রহণে পুলক ও কর্নিয়া।

এশিয়ান টিভি
নাটক : `লুকোচুরি`। প্রচার হবে রাত ৭টা ৩০মিনিটে। রচনা নুজহাত আলভী। পরিচালনায় শাহীন কবির টুটুল। অভিনয়ে সজল, শখ, মম, মেহজাবিন, বিন্দু প্রমূখ। ধারাবাহিক ‘জীবন সংসার’। প্রচার হবে রাত ৮টা ৩০মিনিটে। প্রযোজনায় মাঈনুল হাসান খোকন। অভিনয়ে মীর সাব্বির, বাঁধন, ছবি, দিতি। অতিথি চরিত্রে অনন্ত, বর্ষা, অপু বিশ্বাস, মাইলস, তমা মির্জা, আগুন, শুভ্র দেব, নির্ঝর, ইমরান, পুতুল, নিলয়, মিম।

ধারাবাহিক ‘সেকেন্ড ইনিংস’। প্রচার হবে রাত ৯টা ৩০মিনিটে। প্রযোজনায় ইদ্রিস হায়দার। অভিনয়ে ইলিয়াস কাঞ্চন, চম্পা, সাবেরি আলম, আসিফ, মৌসুমি হামিদ। অতিথি চরিত্রে ফেরদৌস, ওমর সানি, আমিন খান, দিলরুবা খান, নওশীন, হিল্লোল, মিম প্রমুখ। ধারাবাহিক ‘অতপর বিয়ে’। প্রচার হবে রাত ১০টা ৩০মিনিটে। অভিনয়ে হাসান মাসুদ, সিদ্দিক, হাসান জাহাঙ্গীর, নাফিজা প্রমূখ।

চলচ্চিত্র: `ভালোবাসার লাল গোলাপ`। প্রচার হবে সকাল ১০টায়। পরিচালনায় মোহাম্মদ হোসেন জেমী। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা, অপু বিশ্বাস, ববিতা প্রমূখ।

সঙ্গীতানুষ্ঠান : `মিউজিক আওয়ার`। প্রচার হবে রাত ১১টা ৩০মিনিটে। অংশগ্রহণে রুনা লায়লা, ঊষা উত্থুপ।

এসএ টিভি
নাটক : ‘কবিরাজের বউটার একজন ছেলে বন্ধু ছিল’। প্রচার হবে রাত ৯টায়। রচনা কাজী শহীদুল ইসলাম। পরিচালনায় সালাউদ্দিন লাভলু। অভিনয়ে ফজলুর রহমান বাবু, মম প্রমূখ।

বিশেষ ধারাবাহিক ‘সাঙরিলা’। প্রচার হবে রাত ১০টা ৩০মিনিটে। রচনা তৌকির আহমেদ। পরিচালনায় শহীদুজ্জামান সেলিম। অভিনয়ে জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, আজিজুল হাকিম, জয়া আহসান, তারিন, নওশীন, প্রসুন আজাদ, শানু।

সঙ্গীতানুষ্ঠান : একক সঙ্গীতানুষ্ঠান। প্রচার হবে রাত ১১টায়। অংশগ্রহণে কুমার বিশ্বজিত।

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

বাংলাদেশ আইডলের বিচারক অনন্ত-বর্ষা

কিশোরগঞ্জ পাতা ঃ প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোতে অংশ নিলেন সময়ের অন্যতম আলোচিত চলচ্চিত্র জুটি অনন্ত-বর্ষা।
রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’-এর সেলিব্রেটি অতিথি বিচারক হিসেবে অংশ নিলেন তাঁরা। সঙ্গে ছিলেন মূল চার বিচারক ফেরদৌসী রহমান, আইয়ুব বাচ্চু, এন্ড্রু কিশোর ও মেহরীন।

‘বাংলাদেশি আইডল’-এর গত আসরে সেরা ২৪ জন প্রতিযোগী চূড়ান্ত হয়েছেন বিচারকদের বিচারে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘বাংলাদেশি আইডল’-এর ওয়ার্কশপ রাউন্ডের প্রথম পর্বটি সাজানো হয়েছে একটু বিশেষভাবেই।
সম্প্রতি ওয়ার্কশপ রাউন্ডের প্রথম পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। এ পর্বে অনন্ত ও বর্ষা ‘বাংলাদেশি আইডল’-এর সেরা ২৪ সংগীত প্রতিভার সঙ্গে শুটিংয়ে অংশ নেন।

বিশেষ এ পর্বটি প্রচারিত হবে ৯ আগস্ট শুক্রবার রাত আটটা ৩০ মিনিটে। এ পর্বে অনন্ত ঘোষণা দেন, তিনি ‘বাংলাদেশি আইডল’-এর সেরা ২৪ জনকে সঙ্গে নিয়ে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে বসে উপভোগ করবেন।

এ প্রসঙ্গে অনন্ত কিশোরগঞ্জ পাতাকে জানান, এই ঈদে ‘যমুনা ফিউচার পার্ক’-এর সিনেপ্লেক্স উদ্বোধন হতে যাচ্ছে। আর সম্পূর্ণ নতুন এই সিনেপ্লেক্সের ‘ব্লকবাস্টার’ হলে ‘বাংলাদেশি আইডল’-এর সেরা ২৪ জনকে নিয়ে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রটি উপভোগ করবেন তাঁরা।
এদিকে নির্মাণপ্রতিষ্ঠান ডেল্টা বে সূত্রে জানা গেছে, ওয়ার্কশপ রাউন্ডের প্রথম পর্বে সেরা ২৪-এর প্রথম ১২ জন গান পরিবেশন করবেন। এ পর্ব থেকেই দর্শকেরা তাঁদের পছন্দের প্রতিযোগীকে এসএমএসের মাধ্যমে ভোট দিতে পারবেন।

সরকারের প্রচেষ্টার ফলে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছয় হাজার ৬৭৫ মেগাওয়াট অর্জন সম্ভব হয়েছে

কিশোরগঞ্জ পাতা ঃ রোববার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয় বর্তমান সরকারের আমলে মাত্র চার বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণের বেশি হয়েছে। ২০০৯ সালের জানুয়ারি  থেকে এ পর্যন্ত মোট তিন হাজার ৮৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ফলে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা নয় হাজার ১৫১ মেগাওয়াটে উন্নীত হয়েছে। 

সরকারের প্রচেষ্টার ফলে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছয় হাজার ৬৭৫ মেগাওয়াট অর্জন সম্ভব হয়েছে এবং বর্তমানে ৬০ শতাংশ মানুষ বিদ্যুৎ-সুবিধা প্রাপ্তির আওতায় এসেছে। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিদ্যুৎ খাতে এ অগ্রগতি সম্ভব হয়েছে।
এতে বলা হয়, ২০০৯ সালের জানুয়ারিতে যেখানে বিদ্যুৎ উৎপাদন ছিল তিন হাজার ২৬৮ মেগাওয়াট, ২০১২ সাল নাগাদ এর সঙ্গে আরও যোগ হয় প্রায় তিন হাজার ৮৪৫ মেগাওয়াট। 
নতুন ৫৪টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে তা সম্ভব হয়েছে। এ ছাড়া ২৭টি নতুন কেন্দ্র নির্মাণাধীন, যাতে উৎপাদন হবে পাঁচ হাজার ৪৩৭ মেগাওয়াট এবং টেন্ডার প্রক্রিয়াধীন ১৫টি কেন্দ্র হতে উৎপাদন হবে আরও তিন হাজার ২৯৬ মেগাওয়াট। 
বিবরণীতে আরও বলা হয়, ইতিমধ্যে পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান প্রণীত হয়েছে, যাতে ২০২০ সালে ২২ হাজার ৫০০ মেগাওয়াট এবং ২০৩০ সাল নাগাদ ৩৯ হাজার মেগাওয়াট উৎপাদনক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আন্তদেশীয় সহযোগিতার মাধ্যমে ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্মিত হবে আট হাজার ৯৪৯ কিলোমিটার সঞ্চালন লাইন এবং দুই লাখ ৮১ হাজার ১২৩ কিলোমিটার বিতরণ লাইন। 
অ্যানালগ মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার প্রবর্তন করা হয়েছে। সিস্টেম লস সিঙ্গেল ডিজিটে আনার লক্ষ্যে স্মার্ট প্রি-প্রেইড মিটার সংযোজন কার্যক্রমের আওতায় ৫৬ হাজার ৪১৬টি প্রি-প্রেইড মিটার স্থাপন করা হয়েছে। পল্লী বিদ্যুতায়নের আওতায় ২৬ হাজার ৫০২ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ করা হয়েছে এবং ১৯ লাখ ৮৯ হাজার গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। ১০ লাখ সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে ৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলায় সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের কার্যালয়ে তল্লাশি চালিয়ে রক্তমাখা জিন্স প্যান্ট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

কিশোরগঞ্জ পাতাঃ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলায় সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের কার্যালয়ে তল্লাশি চালিয়ে রক্তমাখা আকাশি রঙের একটি জিন্স প্যান্টসহ বেশ কিছু জিনিস জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

আজ বুধবার দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত শহরের আল্লামা ইকবাল রোডের ‘উইনার ফ্যাশন’ নামের ওই প্রতিষ্ঠানে এই অভিযান চলে। তবে অভিযান চলাকালে আজমেরী ওসমান সেখানে ছিলেন না।

জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জন্য আজমেরী ওসমানের গাড়ির দুই চালক ও নিরাপত্তা প্রহরীকে। তাঁরা হলেন চালক জমশের হোসেন (৩২), শিপন (২৮) ও নিরাপত্তা প্রহরী শুক্কুর আলী । জব্দ করা অন্যান্য জিনিসপত্রের মধ্যে রয়েছে তিনটি লাঠি, নাইলনের রশি, বেশ কয়েকটি সিসি টিভি ক্যামেরা, এলসিডি মনিটর, গুলির চিহ্ন থাকা একটি কর্নার শো কেশ ও একটি সোফা এবং একটি পিস্তলের বাটের ভাঙা অংশ, দুটি টেঁটা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি।
একই সঙ্গে আজমেরী ওসমানের সহযোগী রাজিবের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। তবে তাঁকে পাওয়া যায়নি।
নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বরাবরই অভিযোগ করে আসছেন, আজমেরী ওসমানের এই অফিসে ত্বকীকে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এই ‘টর্চার সেলে’ ত্বকী ছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীদের ধরে এনে নির্যাতনের পর তাঁদের কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা আদায় করা হচ্ছিল।
আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর আলম জানান, ত্বকী হত্যার মামলার তদন্তের অংশ হিসেবে তাঁরা এ অভিযান চালিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য আজমেরী ওসমানের গাড়ির দুই চালক ও এক নিরাপত্তা প্রহরীকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিযানকালে আজমেরী ওসমানকে সেখানে পাওয়া যায়নি। তবে তিনি নারায়ণগঞ্জে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তদন্তের স্বার্থে তথ্য প্রমাণের ভিত্তিতে যাকে প্রয়োজন, তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’ 
অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে গ্রেপ্তার হওয়া আসামিদের স্বীকারোক্তি এবং টর্চার সেল রয়েছে বলে অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে এই অভিযান চালানো হয়েছে।’
র‌্যাব-১১এর এএসপি ও ত্বকী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রবিউল হক কিশোরগঞ্জ পাতাকে জানান, আজমেরী ওসমানের অফিসের দেয়ালে এবং দেয়ালের কর্নার শো কেসে অনেক গুলির চিহ্ন রয়েছে। সেগুলো জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে সাংসদ নাসিম ওসমানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি ।

ইউরোপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন মেসি, রোনালদো ও রিবেরি

কিশোরগঞ্জ পাতাঃ  ২০১২-১৩ মৌসুমে ইউরোপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও ফ্র্যাঙ্ক রিবেরি। গত মাসে প্রকাশিত ১০ জনের তালিকা থেকে মঙ্গলবার এই তিন নাম ঘোষণা করে ইউরোপ ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

উয়েফা সদস্য দেশের সংবাদককর্মীদের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হবে। ২৯ আগস্ট মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে সেরা একজনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

দুই মৌসুম আগে উদ্বোধনী অ্যাওয়ার্ড জিতেছিলেন মেসি। আর গত বছর ইউরোপ মহাদেশের সেরা হয়েছিলে তার বার্সা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।

আরেকটি অ্যাওয়াড জিততে চলেছেন আজেন্টাইন স্টাইকার মেসি।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের প্রস্তুতি শেষের পথে

শুভ সি এইচ দেব (কিশোরগঞ্জ পাতা) ঃ  উপমহাদেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে । সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ ঈদের নামাজ আদায় করতে চলে আসেন শোলাকিয়ায়। প্রথম কাতারে নামাজ পড়ার জন্য আগের দিন থেকে অনেকে মাঠে অবস্থান করে । ঈদের দিন ভোর থেকে লোকজনের ব্যাপক আগমণ ঘটতে থাকে। 

উপমহাদেশের বৃহত্তম এ ঈদ জামাত নিজের চোখে না দেখে অনুমান করা সম্ভব নয়। এখানে জামাত পড়তে এসে অনেকেই উঠে থাকেন হোটেলে। তাছাড়া এখানকার লোকদের আতিথেয়তাও ভরপুর । 

এই বৃহৎ ঈদ জামাতে শরীক হতে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন মুসলিম প্রধান দেশ থেকেও অনেকে হাজির হন এখানে। কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকেও ধর্মপ্রাণ মুসল্লীরা উৎসবমুখর পরিবেশে দলে দলে ছুটে আসেন শোলাকিয়া ঈদগাহ্ মাঠে ঈদের জামাত আদায় করার জন্য। 

জামাতে মুসল্লী যত বেশি হয়, সওয়াবও তত বেশি হয় এবং গুণা মাফ হয় এ বিশ্বাস থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ পড়তে আসেন শোলাকিয়ায়। 

প্রায় আড়াইশ বছরের পুরনো এই ঈদগাহটি ঐতিহ্যের তুলনায় উন্নয়ন ও সংস্কারের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। প্রতি বছরই এ সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রায় সাড়ে তিন লক্ষাধিক মুসল্লী এ জামাতে অংশ গ্রহণ করেন।
এবার শোলাকিয়া ঈদগাহে ঈদুল ফিতরের জামাতটি হবে ১৮৬ তম জামাত। এবারের জামাত সফল করার লক্ষ্যে 
গতকাল কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে শোলাকিয়া ঈদগাহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঈদ জামাতের চূড়ান্ত প্রস্তুতির ব্যাপারে আলোচনা করা হয় এবং প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহাসিক শোলাকিয়া মাঠের সার্বিক নিরাপত্তা, উন্নয়ন, মুসল্লীদের যাতায়াতের সুবিধা, অজুর সুব্যবস্থা, খাবার পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা, মেডিকেল টিম স্থাপন ও মাঠে নামাজের জন্য মাইকের ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে জেলার বিভিন্ন সরকারি বিভাগগুলোকে। তার মধ্যে জেলা পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ, কিশোরগঞ্জ পৌরসভা, স্থানীয় সরকার বিভাগ, জনস্বাস্থ্য, ফায়ার সার্ভিস, জেলা স্কাউট ও জেলা তথ্য বিভাগকে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে।
এবারের জামাতে ইমামতি করার কথা রয়েছে বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির একাংশের মহাসচিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের। যিনি গত চার ধরে শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

এর আগে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কিশোরগঞ্জ হয়বত নগর এ.ইউ. কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলান আবুল খায়ের মোঃ নুরুল্লাহ্ (রহ.) সুদীর্ঘ ২৯ বছর শোলাকিয়া ঈদগাহে ইমামের দায়িত্ব পালন করেন। পরবর্তিতে ২০০৪ সালে তিনি অসুস্থ হয়ে পড়লে তার ছেলে কিশোরগঞ্জ বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোঃ ছাইফুল্লাহ্ মুতাওয়াল্লী ও ঈদগাহ কমিটির যৌথ সিদ্ধান্তে নিয়মিত ইমাম হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে ছয় বছর দায়িত্ব পালন করেন। কিন্তু বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ২ আগষ্ট মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে ইমাম নিয়োগ করা হয়।

কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তের বিস্তির্ণ এলাকার নাম শোলাকিয়া । ঈদগাহকে কেন্দ্র করেই এলাকার নাম হয়েছে শোলাকিয়া। শোলাকিয়া মাঠ এলাকার পুর্ব নাম ছিল ইচ্ছাগঞ্জ। তৎকালে নামাজির সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার। অর্থাৎ সোয়ালাখ মুসল্লী জামাতে অংশ গ্রহণ করেছিলেন। সেই থেকেই সোয়ালাখ থেকে সোয়ালাখিয়া উচ্চারণ কালের বিবর্তণে তা হয়েছে শোলাকিয়া। শোলাকিয়া সাহেব বাড়ির পুর্ব পুরুষ শাহ সুফী মরহুম সৈয়দ আহম্মেদ ১৮২৭ খ্রিষ্টাব্দের প্রথমে এ স্থানে সর্বপ্রথম একটি মসজিদ প্রতিষ্ঠা করেন । 

বর্তমানে মাঠে অবস্থান হচ্ছে প্রাচীর ঘেরা একটি মাঠ। যার মূল আয়তন (পশ্চিম প্রান্তে) উত্তর-দক্ষিণে ৩৩৫ ফুট (পূর্ব প্রান্তে) ৩৪১ ফুট এবং উত্তর সীমা রেখায় পূর্ব-পশ্চিমে ৭৮৮ ফুট এবং এবং দক্ষিণ সীমান্ত রেখায় ৯১৪ ফুট রয়েছে। মাঠের ভিতরের মূল জমির পরিমাণ হচ্ছে ৬.৬১ একর। সাম্প্রতিক বছরগুলোতে মাঠের উন্নয়ন কাজ করা হয়েছে। অজুখানা, মিম্বর নির্মাণ, মাঠে মাটি কাটা ইত্যাদি উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। মাঠ এবং মাঠের বাহিরের সকল পতিত জায়গা মিলে বর্তমানে কমপক্ষে তিন লাখ লোক বর্তমানে এ মাঠে ঈদের জামাতে অংশ নেয়। 

শোলাকিয়া ঈদগাহকে শোলাকিয়া আন্তর্জাতিক ঈদগাহ নামকরণ ও মুসল্লীদের সুবিধার্থে মাঠের পরিসর বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন করার দাবি দীর্ঘদিনের।