শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

হোসেনপুরে একই পরিবারের ৩ জন খুন



থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নামা সিদলা গ্রামের মৃত সদর আলীর ছেলে বোরহান উদ্দিন তার বড় ভাই সোহরাব উদ্দিনকে খুন করে। খুনের দায়ে ২২ বছর জেল কাটার পর ২৭ দিন আগে বাড়ীতে আসে।
পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় বোরহান উদ্দিন গাছের ডাল দিয়ে পিটিয়ে আঘাত করলে ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার, ভাতিজা শাহজাহান (১৪) ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুত্বর আহত অপর ভাতিজা লিমনকে (৭) কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় নিহত নাজমার স্বামী ওমর ফারুক বাড়ীর বাহিরে ছিলেন। হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ স্থানীয় লোকদের সহযোগিতায় ঘাতক বোরহান উদ্দিনকে পালিয়ে যাওয়ার সময় ময়মনসিংহ জেলার নান্দাইল বাসষ্ট্যান্ড থেকে আটক করে হোসেনপুর থানায় নিয়ে আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন