শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফ কিশোরগঞ্জে আসছেন আজ (রোববার) নির্বাচনী এলাকায় সাজ সাজ রব


শুভ সি এইচ দেব(কিশোরগঞ্জ পাতা) :- বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কাল রবিবার দুই দিনের সরকারী সফরে নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে আসছেন। মন্ত্রী হবার ৪ বছর ৭মাস পর এটি তার ৪র্থ সফর। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সৃস্টি হয়েছে অন্যরকম উদ্দীপনা। বিশেষ করে তার আগমনে স্থানীয় নিস্তেজ আওয়ামীলীগ আবারও চাঙ্গা হয়ে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছে। মন্ত্রী হোসেনপুর পৌরএলাকায় সোডিয়াম বাতি এবং হোসেনপুর অডিটরিয়াম সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করবেন। তার আগমন উপলক্ষে কিশোরগঞ্জ শহর ও হোসেনপুর সদরে সাজ সাজ রব পড়ে গেছে। 
দলীয় সূত্রে জানা গেছে, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ৪ আগষ্ট রোববার বিকেলে   কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের  সাথে মতবিনিময় সভা এবং ইফতার পার্টিতে যোগ দেবেন। এ সফরসূচি শেষে রাতে তিনি তার চাচা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলামের খরমপট্টির সৈয়দ বাড়ীতে উঠবেন। খাওয়া-দাওয়া শেষে তিনি সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। পরদিন সোমবার নির্বাচনী এলাকা হোসেনপুরে যাবেন। সেখানে ঢেকিয়া এলাকায় নব নির্মিত আসাদুজ্জামান খান অডিটরিয়াম এবং হোসেনপুর পৌরএলাকায় সোডিয়াম বাতি উদ্বোদন করবেন। এরপর বিকেল ৫ টার দিকে হোসেনপুর উপজেলা প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে ভাষণ দেবেন এবং শেষে এখানেই  ইফতার পার্টিতে যোগ দিবেন। মন্ত্রীর এসব কর্মসূচি উপলক্ষে সবধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ সদর আসন থেকে ১ম এমপি নির্বাচিত হয়ে আওয়ামীলীগ সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০৮ সালে হোসেনপুরকে সাথে নিয়ে পুর্নগঠিত কিশোরগঞ্জ-১ ( সদর-হোসেনপুর ) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে মহাজোট সরকারের এলজিআরডি মন্ত্রী হন।    


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন